ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংরক্ষিত এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে যাওয়া ফাতেমা আক্তার লিপি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক তাকে জেলে পাঠানোর আদেশ দেন।এর আগে ফাতেমা আক্তার লিপির ইউনিয়ন পরিষদের কক্ষে উন্মুক্ত ধূমপানের ভিডিও প্রকাশ হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফাতেমা আক্তার লিপি ২০২৩ সালের ৯ জুলাই মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে নিজ ফেসবুক আইডি থেকে মানহানিকর ও আপত্তিকর স্ট্যাটাস দেয়।তিনি বলেন, পরদিন একই আইডি থেকে আবারও আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করা হয়। তাকে এসব পোস্ট ও ভিডিও প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হলে তিনি প্রত্যাখ্যান করেন। পরে তার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।
তিনি আরও বলেন, মামলাটি এয়ারপোর্ট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রতিবেদন পাওয়ার পর আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করে।বৃহস্পতিবার ফাতেমা আক্তার ট্রাইব্যুনালে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বেঞ্চ সহকারী।