• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

রানীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক ও সহযোগী জনতার হাতে আটক

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০০
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মেহেদী হাসান, রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মোটরসাইকেল চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছে অর্ধশত মোটরসাইকেল চুরি মামলার আসামী কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৪০) ও সহযোগী রাজীব (৩৫)।

বুধবার ৩ এপ্রিল সন্ধ্যায় দিকে রানীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় এঘটনা ঘটে।
বাড়ির গেটে পাশে পার্কিং করে রেখে যাওয়া মোটরসাইকেলের তালা ভেঙ্গে অভিনব কায়দায় চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে আব্দুর রাজ্জাক ও রাজিব নামে তার এক সহযোগী

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন আসাদুজ্জামান আশা বাড়ির গেটের সামনে তার ব্যবহৃত মোটর সাইকেলটি রেখে বাসায় ইফতার মাহফিলে ইফতার করছিলেন। এমন সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী এক সদস্য তার মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে। পরবর্তীতে আসাদুজ্জামান আশা ও স্থানীয় জনতা হাতে নাতে ধরে ওই চোর চক্রের মূল হোতা আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে। এ সময় স্থানীয়দের গণধোলাই থেকে বাঁচাতে মোটরসাইকেল মালিক আসাদুজ্জামান আশা তার বাসার একটি রুমে চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে রাখেন । পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে আসে পরে ফয়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

জনতার গণধোলাই থেকে চোর রাজ্জাককে বাঁচাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও সার্কেল এসপি রেজাউল সহ রাণীশংকৈল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশসহ চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজীব রুমের ভেতরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ

এবিষয়ে, রানিশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা মুঠোফোনে বলেন আটক কৃত আসামি দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও সংবাদ

জরুরি হটলাইন