• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের ইফতার বিতরণ : মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মাঝে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ২২০
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ৩ এপ্রিল বিকেল ৩.৩০ এ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. অধ্যাপক হুমায়ুন কবিরকে সভাপতি করে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় । এ সময় তিনি বলেন,আমরা সুষ্ঠুভাবে ইফতার সামগ্রি বিতরণ কার্যক্রম পরিচালনা করতে পেরেছি এবং অধিকাংশ শিক্ষার্থীরাই হল গুলো থেকে ইফতার সামগ্রী গ্রহণ করেছে শিক্ষার্থীরা ।

 

ইফতার সামগ্রী নিতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে অনেকেই খাবারের মান প্যাকেটিং এবং পরিচালনা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। সিয়াম হোসেন নামে এক শিক্ষার্থী হল প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল নিসন্দেহে অন্যন্য অসাধারণ ছিলো। খাবার সোর্চিং, প্যাকেটিং, ডিসট্রিভিউশন, খাবারের তালিকা ও খাবারের মান সব কিছু একদম পারফেক্ট ছিলো। বিশ্ববিদ্যালয়ের লগো যুক্ত ব্র্যান্ডেড প্যাকেট টাও ছিলো একদম সেরা”।

 

তবে এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ছুটির মাত্র একদিন আগে ইফতার সামগ্রী বিতরণ করেছে প্রশাসন অধিকাংশ শিক্ষার্থী বাসায় চলে যাওয়ার প্রশাসনের এ ধরনের আয়োজন এর কারণে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এবিষয়ে আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন “ অনেকে দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ দেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। কেউ বলছেন প্যাকেজিং ভালো হয়েছে, কেউ বলছে আইটেম ঠিকঠাক ছিলো ইত্যাদি। কিন্তু তারা যে গোড়াতেই গলদ করে ছুটি হওয়ার একদিন আগে ইফতারির আয়োজন করে অসংখ্য শিক্ষার্থীর হক নস্ট করলো এই বিষয়টি এখন সবার অক্ষির অগোচরে। উন্নতমানের প্যাকেজিং, ভালো আইটেম দিয়ে শিক্ষার্থীদের মন জয় করে শাক দিয়ে ভালোই মাছ ঢাকতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এখন তাদের সাত খুন মাফ।

উল্লেখ্য যে গত ১ এপ্রিল সোমবার হতে ইফতারির খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বসবাসরত শিক্ষার্থীদের টোকেন সংগ্রহ করতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আজ ৩ এপ্রিল বুধবার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আরও সংবাদ

জরুরি হটলাইন