সাভারে জমিসংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশুসহ চারজনকে মারধরের ঘটনায় বাবাসহ আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উত্তর গাজীরচট ভূইয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন গাজীরচট এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা মো. বিজয় ইসলাম সাগর ও তার বাবা মো. সিরাজুল ইসলাম খান।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার ভুক্তভোগী তারিন আক্তার নুপুর মামলা করেছেন। মামলায় আসামি বিজয় ইসলাম সাগর ও তার বাবা সিরাজুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, দুপক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ভুক্তভোগীর শিশুসন্তান রায়হান রহমান আসামিদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে মারধর করেন সাগর। তার চিৎকারে বাবা মো. রাজিব মোল্লা, মা তারিন আক্তার নুপুর ও নানি তারানা বেগম এগিয়ে আসলে তাদের লাঠি ও রড দিয়ে পেটায় আসামিরা।এ সময় ভুক্তভোগীদের পিঠে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। মারধরের পর হত্যার হুমকিও দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।