• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৫
সোমবার, ১৮ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পিরোজপুরের পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ভাণ্ডারিয়ার মাটিভাঙ্গা মোনতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাসুম বিল্লাহ (৫৮) ও ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (২২)।

দুর্ঘটনায় গুরুতর আহত নুরু ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার স্বাগত হালদার বলেন, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত অন্য দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় অন্যত্র পাঠানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন