পিরোজপুরের পাড়েরহাট সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ভাণ্ডারিয়ার মাটিভাঙ্গা মোনতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাসুম বিল্লাহ (৫৮) ও ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের মালেক আকনের ছেলে হাসিব আকন (২২)।
দুর্ঘটনায় গুরুতর আহত নুরু ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার স্বাগত হালদার বলেন, নিহত দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত অন্য দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় অন্যত্র পাঠানো হয়েছে।