• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

গাজীপুর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৭
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গাজীপুর কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।রোববার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম (৩৫) ও সকাল পৌনে ৭টার দিকে মহিদুল আলী (২৪) নামের দুজন দগ্ধ ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে মৃত মাইদুলের শরীরের ৯৫ ভাগ এবং আরিফুলের ৭০ ভাগ পুড়ে যায়।মৃতদের মধ্যে আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ভাড়া থাকতেন। অপরজন হলেন সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে মহিদুল আলী।

এর আগে শনিবার সকালে আগুনে দগ্ধ হয়ে মো. মনসুর আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। একইদিন রাতে তায়েবা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি আগুনে তার শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। এ ছাড়া শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিদগ্ধে মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। দাফন-কাফনের ব্যবস্থার পাশাপাশি মরদেহ তাদের গ্রামের বাড়িতে পাঠানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়। একইভাবে এই দুজনের পরিবারকেও সহযোগিতা করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন