• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

ঘুমন্ত ৩ কিশোরের গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৪
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বরিশালে অ্যাসিড নিক্ষেপ করে ঘুমন্ত অবস্থায় তিন কিশোরের মুখ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মার্চ) ভোরে বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামে এমন ঘটনা ঘটে।অ্যাসিডে মুখ ঝলসে যাওয়া তিন কিশোর হলেন, নবম শ্রেণির শিক্ষার্থী উৎপল হালদার, বরিশাল কৃষি ইনস্টিটিউটের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আশিষ মল্লিক ও স্বর্ণের দোকানি জয় বিশ্বাস।

স্বজনরা জানান, বাবুগঞ্জ রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিন দিনব্যাপী নামকীর্তনে গিয়েছিল তারা। পরে দ্বিতীয় দিনের কীর্তন শুনে ৫ কিশোর পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। এ সময় সোমবার ভোররাতে ঘুমন্ত থাকা অবস্থায় জানালা দিয়ে অ্যাসিড ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনজনের মুখ ঝলসে যায়। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি জানান তারা।

তবে পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা আহতদের। আহত উৎপল হালদার ও আশিষ মল্লিকের ভাষ্য, ঘুমের মধ্যে হঠাৎ করেই তাদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে তারা বুঝতে পারে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে তাদের গায়ে। কী কারণে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, তাও তারা জানে না তারা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ চৌধুরী বলেন, ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাশাপাশি আহতদেরও অভিযোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বরিশাল এশিয়ান আই কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ভবেশ চন্দ্র রায় জানান, জীবন শঙ্কামুক্ত হলেও সারা জীবনের জন্য মুখমণ্ডলে ছাপ থেকে যেতে পারে। এমন


আরও সংবাদ

জরুরি হটলাইন