বাড়ির সবাই গিয়েছিলেন ওয়াজ মাহফিলে। এ সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যশোরের শার্শায় গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। শনিবার (৯ মার্চ) বিষয়টি জানাজানি হয়।
এ বিষয়ে গোগা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকের নাম ইমাম হোসেন (২৮)। তিনি একই গ্রামের আমির হোসেনের ছেলে।
তিনি আরও বলেন, ‘সে বউমার গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে।’শার্শা থানার ওসি এম মনিরুজ্জামান জানান, ঘটনা শুনেছেন তিনি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।