• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ : হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৬
রবিবার, ১০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পবিত্র রমজানে প্রথম ১৫ দিন মাধ্যমিক ও ১০ রমজান পর্যন্ত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নজরে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার প্রজ্ঞাপন স্থগিত এবং পুরো রমজানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতির কে এম কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।

রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন