• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সিলেটের প্রতি অত্যন্ত আন্তরিক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮২
রবিবার, ১০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রধানমন্ত্রী সিলেটের প্রতি অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সম্মিলিতভাবে আলোকিত, উন্নত ও স্মার্ট সিলেট গড়ার অঙ্গীকার করেন তিনি।

মোমেন বলেন, যখন যা দাবি করেছি, তখনই তিনি (প্রধানমন্ত্রী) তা বাস্তবায়ন করেছেন। সিলেটে চলমান অনেক প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে। আমরা যারা জনপ্রতিনিধি আছি সম্মিলিতভাবে কাজ করলে সিলেটকে উন্নত এবং আধুনিক নগরীতে রূপান্তর করা যাবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট থেকে নবনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমা চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।


আরও সংবাদ

জরুরি হটলাইন