• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৯
রবিবার, ১০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগ‌ঠিত কেন্দ্রীয় ক‌মি‌টির নেতৃবৃন্দকে স্বাগত জা‌নি‌য়ে বিভিন্ন স্থানে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১০ মার্চ) দুপুরে নারায়ণগ‌ঞ্জের চাষাড়ায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদ‌লের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।

নারয়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সি‌নিয়র সহসভাপ‌তি মো. শাহাজাদা আলম রতন ও সাংগঠ‌নিক সম্পাদক মো. রা‌সেলের নেতৃত্বে স্বাগত মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহজাদা রতন বলেন, রাজপথের আন্দোলনে ছাত্রদল পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠন আগামী দিনে সক্রিয় ভূমিকা ও সকল কর্মসূচি পালন করবে।

এ ছাড়া ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একদল নেতাকর্মী। গতকাল শনিবার মিছিলটি ক্যাম্পাসের ডেইরি গেট থেকে শুরু হয়ে সিএন্ডবি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। অতঃপর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সিএন্ডবি এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় শেখ মুজিবর হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, ছাত্রদলের রাকিব-নাসির পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সহাবস্থান নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। আমরা এ দাবির সাথে একাত্মতা পোষণ করি। নতুন কমিটির ঘোষিত প্রতিটি কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ, শ্রম দিয়ে প্রতিটি কর্মসূচি সফল করবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীন, সাবেক যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, শেখ মুজিবুর রহমান হলের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন, শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদ তালুকদার, আল বেরুনী হলের সাবেক যুগ্ম আহ্বায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কেএম রিয়াদসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১ মার্চ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য হলেন- আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহসভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মোহা. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন