রাজধানীতে ফেনসিডিলসহ ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসিফসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় ডেমরা বাজারের পাশে মো. জিন্নাহ মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর তিনজন হলেন, সামছুল আরেফিন পলাশ, মো. মনির সরকার ও মোশারফ হোসেন।
পুলিশ জানায়, ছিনতাই প্রতিরোধে ডেমরা থানা পুলিশের একটি বিশেষ টিম মীরপাড়া এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়ির চারতলায় অভিযান চালানো হয়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেন। তবু পুলিশের দক্ষতায় চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর একজন পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। সেখান থেকে তাদের জেলহাজতে নেওয়া হয়েছে।