• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

মহাকালের যাত্রা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭০
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মহাকালের যাত্রা
মোঃ নাজমুল হাসান

আমি পথহারা পথিক নই, তবে তোমার কাছে একজন আগন্তুক
যে প্রেম আধারে মিলিয়ে গেছে, তাকে খুজতে আসিনি।
আমি মহাকালের যাত্রাপথে দেখেছি অনেক কিছু,
কিন্তু আত্নার সাথে আত্নার প্রেম দেখা হয়নি।
ভালবাসার সেতু বন্ধনের গল্প শুনেছি
কিন্তু সে গল্প আমার জীবনে প্রভাব ফেলেনি।
তবুও ভালবাসার খোজে আমার মহাকালের যাত্রা
যে পথে তুমি সাথী থাকার কথা ছিল।
তোমার আধুনিকতার সাথে আমার বিকল
সভ্যতা পরগাছার মত হয়েছে, তুমিও নিজেকে বদলে নিয়েছো।
তাইতো আমার মহাকালের যাত্রায় আমি একা।
সহসা আমার ক্লান্ত চরন যুগল থমকে গেছে,
তোমাদের সৃষ্ট এই আধুনিক শহরে।
সেখানে দারিয়ে দেখতে পেলুম অনেক কিছু
সেসব আর নাই বা বলি, এখানে কৃত্রিম ভালবাসার মুল্য বেশি,
যা কিনা আমার সাধ্যের অনেক বাইরে।
আমাকে এই আধুনিক শহর ছাড়তে হবে,,,
এ শহর আমার বসবাসের যোগ্য আমি হতে পারিনি বলে।
কিন্তু কি করে ফিরবো আমি আমার সভ্যতায়
যেখানে নেই মিথ্যা ভালবাসা,
সেখানে রক্ত রক্তের সাথে বেঈমানী করে না।
আমার ক্লান্ত চরন যুগল, তন্দায় আচ্ছন্ন দুই নয়ন।
তুমি বলতে পারবে কি ? মম লটালে কি জুটবে কি ?
যা আমি চাই,
সত্য সন্ধানে আমার মহাকালের যাত্রার শেষ কোথায়।


আরও সংবাদ

জরুরি হটলাইন