সম্পাদকের কথা:
‘শিকড়’ তরুণ কবি মেহেদী হাসান রনির প্রথম প্রকাশিত একক কাব্যগ্রন্থ। স্রোতের বিপরীতে গিয়ে জড়বাদী দর্শনকে পাশ কাটিয়ে কবি তার কবিতায় আধ্যাত্মবাদকে প্রাধান্য দিয়েছেন। ‘শিকড়’ এর কবিতাগুলো কেবল ইহলৌকিক জীবনের লাফল্যগাঁথা নয়, সেই সাথে পারলৌকিক মুক্তির জয়গান। শিকড়ের সন্ধান করতে গিয়ে কবি বর্তমান সমাজ ব্যবস্থার নানা অসঙ্গতির খোঁজ পেয়েছেন। দেখিয়েছেন সঙ্গতি বিধানের পথও। কবি উদাত্ত কন্ঠে মানুষকে সরল পথের আহ্বান করেছেন, যে পথে আছে স্রষ্টার আশিস। কখনও জনক-জননী, কখনও স্রষ্টা-সৃষ্টি আবার কখনও প্রেয়সী-প্রকৃতির প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন কবি। সব কিছুর উর্ধ্বে স্রষ্টার প্রতি প্রেম ‘শিকড়’ এর অনন্য বৈশিষ্ট্য।কবির অবুঝ শৈশব, দূরন্ত কৈশর আর কর্মব্যস্ত যৌবনের বর্ণনা সম্বলিত ‘শিকড়’ যেন কবির জীবনালেখ্য।
মনের ভাব প্রকাশ করতে গিয়ে কবি প্রচুর আরবি,ফারসি ও আঞ্চলিক ভাষার ব্যবহার করে বাংলা কাব্য সম্ভারকে সমৃদ্ধ করেছেন।’শিকড় ‘ বেয়েই আসুক সোনালি উষার আলোকিত দিন।
‘শিকড়’ এর সাফল্য কামনায় –
শাহীনূর শাম্মী
২৮-১২-২০২৩
টঙ্গী,গাজীপুর।