• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

শেখ হাসিনার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭১
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি)-২০২৪ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যোগ দেওয়ার পর কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন তিনি।

মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে আজ বিকেলে স্থানীয় হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগদান করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন