• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি হতাশায় ভুগছে: পররাষ্ট্রমন্ত্রী

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭১
বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি উপলব্ধি করতে পারছে যে তাদের ভুল হয়েছে। তারা নির্বাচনে অংশ না নিয়ে হতাশায় ভুগছে। দলটির মধ্যে চরম হতাশা, ভোগান্তি বিরাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করছে। কারও বাঁশির হুইসেলে স্বাধীনতা হয়নি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৮টি দল অংশ নেয়। বিএনপিসহ অন্য দলগুলো অংশ নেয়নি। নির্বাচনে আওয়ামী লীগ ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়। এ ছাড়া জাতীয় পার্টি পায় ১১টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্যরা পায় ৬৫টি আসন।


আরও সংবাদ

জরুরি হটলাইন