• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

ক্ষমতা আঁকড়ে ধরার কোনো চেষ্টা আ.লীগের নেই: প্রধানমন্ত্রী

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬২
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা আঁকড়ে ধরার কোনো চেষ্টা আওয়ামী লীগের নেই। যতক্ষণ ক্ষমতায় থাকবো, দেশের উন্নয়ন করবো। দেশের উন্নয়ন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ করে তিনি বলেন, আমাদের হাওয়া ভবন নেই। কারো পাওনা দিয়ে ব্যবসা করতে হয় না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন। আমাদের কারো করুণা ভিক্ষা করে চলতে হবে না। নিজের পায়ে দাঁড়ানো আমাদের লক্ষ্য।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিভিন্ন ‍উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা যতক্ষণ ক্ষমতায় আছি দেশের উন্নতি করছি। আজকে বাংলাদেশ বদলে গেছে। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। এটা এক বদলে যাওয়া বাংলাদেশ।

বিএনপি নাশকতা ও মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আর যারা রেললাইন কেটে, যানবাহন আগুন দিয়ে নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদেরকে ক্ষমা করা হবে না। তাদের শাস্তি পেতেই হবে।

শেখ হাসিনা বলেন, এর আগেও বিএনপি জামাতের সন্ত্রাসীরা ট্রেনে নাশকতার চেষ্টা করেছে। এবার ভোর রাতে তারা ট্রেনে নাশকতা করেছে।

হরতাল-অবরোধের নামে বিএনপি প্রতিদিন গাড়ি পোড়াচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা রেললাইন কেটে, আগুন দিয়ে মানুষ হত্যা করে তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। জনগণকেই এদের প্রতিহত করতে হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন