• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

অপপ্রচার বন্ধে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল ইসি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৭
বৃহস্পতিবার, ৩ অগাস্ট, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচার ছড়াতে না পারে সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। আজ (৩ আগস্ট) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

ফেসবুকের মূল কম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে এই বৈঠক করেন।

ইসি সূত্র জানায়, এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। মূলত নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে ফেসবুকের প্রতিনিধি দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে।

তিন সদস্যের প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে। মেটার পক্ষে আরও উপস্থিত আছেন এইডান হেই ও এজিনেন ফো। অশোক কুমার দেবনাথ জানান, তারা বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চান। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চান মূলত সেই বিষয়েই আলোচনা হয়েছে।

অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে ফেসবুক টিমের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। নির্বাচনে অপপ্রচার রোধে তারা আমাদের সহযোগিতা করবেন। ‌আমাদের এখান থেকে একজন নির্ধারণ করা হবে, সর্বক্ষণ ফেসবুকের সঙ্গে যোগাযোগ করবে। আমরা তাদের ডাকিনি, তারা নিজেরাই ইচ্ছে করে বৈঠকে বসতে সিঙ্গাপুর থেকে এসেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন