• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

পর্যালোচনার পর বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত: ডিএমপি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৫
রবিবার, ৯ জুলাই, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। ইতোমধ্যেই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি ডিএমপি। তবে ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, সমাবেশের অনুমতির আবেদন পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

রোববার (৯ জুলাই) বিকেলে ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে কথা হলে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম বলেন, সেই চিঠির অনুলিপি আমি পেয়েছি। তবে একই দিন আওয়ামী লীগও সমাবেশ করার অনুমতি চেয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবো। তবে ঊর্ধ্বতন থেকে এখনো কিছু জানানো হয়নি। বিষয়টি ভেবে দেখে অনুমতি দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য ঢাকার আশপাশের নেতাকর্মীদের দলে দলে সমাবেশে আসার নির্দেশও দিয়েছে দলটি। এমনকি থানা ও ওয়ার্ড নেতাদের কাছেও ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ফলে তারা বর্তমানে অনুমতির অপেক্ষায়। ধারণা করা হচ্ছে ওইদিন সমাবেশ থেকে আগামীর আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দিতে পারে দলটি।


আরও সংবাদ

জরুরি হটলাইন