• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

প্রেমচাঁদ হোস্টেলে ধূমপান নিয়ে সংঘর্ষ, আটক ৩৩

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৭
সোমবার, ৫ জুন, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ধূমপান করা নিয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশের একজন মুখপাত্র জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুন্সি প্রেমচাঁদ হোস্টেলে কিছু ছাত্রের ধূমপান করা নিয়ে আপত্তি জানায় নিরাপত্তারক্ষীরা।

এ থেকেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

 

মুখপাত্র আরও বলেন, রোববার সকালের দিকে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি নিরাপত্তারক্ষীও রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করছেন। তবে আরও কিছু অভিযুক্তকে আটক করা হতে পারে। এদিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেককেই লাঠি হাতে ভাঙচুর চালাতে দেখা যায়।


আরও সংবাদ

জরুরি হটলাইন