গাজীপুর মহানগর জাতীয় শ্রমিকলীগ এর আহ্বায়ক-আব্দুল মজিদ বি এস সি ও এক নং যুগ্ম আহবায়ক ও সাবেক-প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক-কবির আহম্মেদ মন্ডল ভাই,এই দুই জন আমাদের মহানগর শ্রমিকলীগের কর্ণধার!
সংগঠন রক্ষার স্বার্থে-সব ভেদাভেদ ভুলে এক মত পোষণ করায়-আমরা আনন্দিত! এই জেনে-কিছু অসৎ স্বার্থ নিশি মহল নিজ-স্বার্থ উদ্ধারের জন্য সংগঠনের ভাব-মূর্তি নষ্ট করে অবৈধ ভাবে-বিভিন্ন থানার নেতৃবৃন্দ দের কাছ থেকে ছল ছাতুরি করে-টাকা বানিজ্যের সাথে এরা প্রকাশ্যে জরিত এই বিষয়ে-শ্রমিক লীগের সকলেই অবগত!এবং এরা সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্ত ছড়াচ্ছে? এখনি সময় অপপ্রচারকারী ও বিভ্রান্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য-জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ সকল কে ঐক্য বদ্ধ হয়ে এই কু*লা*ঙ্গা*র দের কে উচিত শিক্ষা দেওয়ার ও সজাগ থাকার আহবান জানিয়ে,
জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর এর ঐতিহ্য রক্ষায় যে কোন সিদ্ধান্তে-আমরা মুজিব আদর্শের সৈনিকরা-মূল ধারা ও ন্যায় প্রতিষ্ঠায় এক ও অভিন্ন! আব্দুল মজিদ বি এস সি+কবির আহম্মেদ মন্ডল ভাইয়ের-সালাম নিন জাতীয় শ্রমিক লীগে যোগ দিন।।।