• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

তিস্তা নদীতে বরশিতে ধরা পড়ল ৯২কেজি মাছ।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৫
বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ৯২ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইর মাছ ধরা পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের উজানে খগা খড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া গোড়িং এলাকার জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে বাঘাইর মাছটি ধরা পড়ে ।

স্থানীয় বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় উৎসুক জনতা চারিদিকে ঘিরে ধরে মাছটি এক নজর দেখার জন্য। পরে উপজেলার ডালিয়া ২নং বাজারে বাঘাইর মাছটি খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে কিনে নেন। তারপরে তিনি মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য নিয়ে যায়।

মাছ ব্যবসায়ী কেলাসু বলেন সকালে উপজেলার পাগলপাড়া এলাকায় তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা ডালিয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। এতবড় মাছ সবসময় নদীতে পাওয়া যায় না। বড় মাছের চাহিদা ব্যপক। স্থানীয়রা জানান, গত বছর তিস্তা নদীতে ৩৪ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ে আর আজ ৯২ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ল।

পাগলপাড়া এলাকার সুজন ইসলাম জানান, জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। তিস্তা নদীতে এত বড় মাছ দেখতে পেয়ে তিনি খুব খুশি তিনি এর আগে এত বড় মাছ দেখেননি তাই অন্যাদের মত তিনিও মাছটি দেখেতে এসেছেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন