দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার শার্শা,যশোর প্রতিনিধি ও বেনাপোল একতা প্রেসক্লাবের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নূরে হাবিবের পিতা নজরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।
আজ (০৮-০৯-২০২২)গত দুই বছর আগে একই দিনে অর্থাৎ (০৮-০৯-২০২০) সালের এই দিনে সাংবাদিক পিতা নজরুল ইসলাম হৃদ জন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যশোর ২৫০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তাই দিনটি যথাযথ মর্যাদায় সরণ করেছে পরিবারসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিকের পিতা নজরুল ইসলাম (মাষ্টার)মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী সন্তান সহ অসংখ্য শিক্ষানুরাগী ও শুভাকাঙ্ক্ষী।তিনি কর্ম জীবনে প্রথমে জামতলা ডি এস টি মাধ্যমিক বিদ্যালয় ও পরে টেংরা মহিলা আলেম মাদ্রাসাই শিক্ষকতা করেন।অতি সাধারণ জীবন যাপণ করা জমতলা সামটা পশ্চিম পাড়ার শিক্ষক নজরুল ইসলাম ছিলেন সবার প্রিও!তাই মাষ্টার নজরুল ইসলামের নাম শুনতেই চোখের কোন মেঘ জমে অনেকেরই।
স্বামী হারা স্ত্রী আর পিতা হারা দুই সন্তান দোয়া চেয়ে বলেন ইয়াতিমদের খানা আর মসজিদ মাদ্রাসাই দান সতগাহ্ই অংশ নিতে চাই বছর জুড়ে।