• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

ইসি হাবিব: আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ হবে

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৬
শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে যশোরের চৌগাছায় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, ইভিএমে ভোট সুষ্ঠু হবে। এতে কোনও সন্দেহ নেই। যারা প্রশ্ন তুলছেন, তারা না বুঝেই করছেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসিটিভি, বিএনসিসি, গার্লস গাইড ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। তারপরও আরও ভালোভাবে কীভাবে ভোট করা যায়- তেমন পরামর্শ পাওয়া গেলে প্রয়োজনে তা গ্রহণ করা হবে।

মতবনিময়কালে অন্যদের মধ্যে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন